আর্কাইভ থেকে বাংলাদেশ

বাংলাদেশ দিয়ে যার শুরু এবং শেষ

বাংলাদেশ দিয়ে যার শুরু এবং শেষ

দীর্ঘ ১৭ বছর ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানলেন নিউজিল্যান্ড পেসার হামিশ বেনেট। ২০১০ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হওয়ার পর গত সেপ্টেম্বরে দুই টি-টোয়েন্টি ম্যাচই হয়ে থাকলো বেনেটের ক্যারিয়ারের শেষ ম্যাচ।

ক্যারিয়ারে দীর্ঘ সময় চোট সমস্যায় থাকা বেনেটে কিউইদের হয়ে ৩১ ম্যাচে প্রতিনিধিত্ব করে তুলেছেন ৪৩ উইকেট। এছাড়াও কিউইদের হয়ে খেলেছেন ২০১১ বিশ্বকাপে।

২০১২ সালে ব্যাক ইঞ্জুরিতে পরে দীর্ঘ সময় মাঠে নামতে পারেন নি এই ক্রিকেটার। পরে চোট কাটিয়ে ফিরলেও জাতীয় দলের হয়ে সেভাবে নিজেকে মেলে ধরতে পারেননি। তবে চালিয়ে যাচ্ছেন ঘরোয়া ক্রিকেট। অবশেষে সেই চোট সমস্যার কারনেই ৩৫ বছরে ক্রিকেটকে বিদায় বলতে হল তাকে।

জাতীয় দলের হয়ে ১৯টি ওয়ানডে, ১১টি টি-টুয়েন্টি ও ১টি টেস্ট খেলেছেন ঘরোয়া ক্রিকেটে ১২ বার টাইটেল জয়ী এই ক্রিকেটার। ২০০৫ সালে ঘরোয়া ক্রিকেটে অভিষিক্ত হয়ে ক্যান্টারবেরি এবং ওয়েলিংটনের জার্সিতে ২৬৫ ম্যাচে ৪৮৯ উইকেট তুলেছেন বেনেট।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | দিয়ে | যার | শুরু | শেষ