আর্কাইভ থেকে বাংলাদেশ

টানা দ্বিতীয়বার আইসিসির সেরা হলেন বাবর আজম

টানা দ্বিতীয়বার আইসিসির সেরা  হলেন বাবর আজম

পুরুষ ও নারীদের ক্রিকেটে আইসিসির মার্চ মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন যথাক্রমে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম ও অস্ট্রেলিয়ার ওপেনার র‍্যাচেল হেইন্স।

পুরস্কারটি দ্বিতীয়বার জেতা প্রথম ক্রিকেটারও হয়েছেন বাবর আজম। এর আগে, ২০২১ সালের এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন তিনি। তাছাড়া, বেনো-কাদির সিরিজে উসমান খাজা ও আবদুল্লাহ শফিকের পর তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও হন পাকিস্তানের অধিনায়ক। 

অন্যদিকে, ইংলিশ স্পিনার সোফি এক্লেস্টোন ও প্রোটিয়া ওপেনার লরা উলভার্টকে পেছনে ফেলে নারীদের ক্রিকেটে আইসিসির মার্চ মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন অজি ওপেনার র‍্যাচেল হেইন্স। সপ্তমবারের মতো নারীদের ক্রিকেট বিশ্বকাপ জয় করেছে অস্ট্রেলিয়া, আর এই জয়ের অন্যতম চালিকাশক্তি ছিলো টপ অর্ডারে র‍্যাচেল হেইন্সের দারুণ পারফরম্যান্স। 

মার্চে ৮টি ওয়ানডেতে ৬১.২৮ গড়ে ৪২৯ রান সংগ্রহ করেন র‍্যাচেল হেইন্স। বিশ্বকাপের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হেইন্স খেলেছিওলেন ১৩০ রানের এক ঝলমলে ইনিংস। মার্চ মাসে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক হবার সাথে সাথে বিশ্বকাপে অ্যালিসা হিলির পর সবচেয়ে বেশী রান করেছেন র‍্যাচেল হেইন্স।

পুরো মার্চ মাসজুড়ে তো অবশ্যই, বিশেষত অস্ট্রেলিয়ার বিপক্ষে করাচি টেস্টে ১৯৬ রানের দুর্দান্ত ইনিংস খেলা বাবর আজম হারিয়েছেনই ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রেথওয়েট ও অজি অধিনায়ক প্যাট কামিন্সকে। 


হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন টানা | দ্বিতীয়বার | আইসিসির | সেরা | | বাবর | আজম