আর্কাইভ থেকে বাংলাদেশ

এসএসসি ও দাখিলের ফরম পূরণ শুরু ১৩ এপ্রিল

এসএসসি ও দাখিলের ফরম পূরণ শুরু ১৩ এপ্রিল

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও দাখিল পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হবে আসছে বুধবার (১৩ এপ্রিল) । আসছে ২৪ এপ্রিল পর্যন্ত ফি জমা দিতে পারবেন শিক্ষার্থীরা।

গেলো রোববার (১০ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফরম পূরণে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এক হাজার ৬১৫ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য এক হাজার ৪৯৫ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। দু-একদিনের মধ্যে শিক্ষার্থীদের তথ্য ও সম্ভাব্য তালিকা ঢাকা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সম্ভাব্য তালিকা থেকে বিলম্ব ফি ছাড়া আসছে ১৩-২৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। তবে বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার সময় শেষ হবে আসছে ২৫ এপ্রিল।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০২২ সালে এসএসসি পরীক্ষায় অংশ নিতে চাওয়া জিপিএ উন্নয়ন পরীক্ষার্থীসহ ২০২১ সালে অনুত্তীর্ণদের নিজ প্রতিষ্ঠান প্রধান বরাবর সাদা কাগজে আবেদন করতে হবে।

অনন্যা চৈতী

এ সম্পর্কিত আরও পড়ুন এসএসসি | ও | দাখিলের | ফরম | পূরণ | শুরু | ১৩ | এপ্রিল