আর্কাইভ থেকে বাংলাদেশ

ম্যাচ হারের কারণ বার্সা সমর্থকরা : জাভি

ম্যাচ হারের কারণ বার্সা সমর্থকরা : জাভি

প্রথম লেগ ১-১ গোলে ড্র করার পর ফিরতি লেগে ঘরের মাঠে ৩-২ গোলে হেরে ইউরোপা লিগ থেকেও বাদ পড়লো বার্সেলোনা। ঘরের মাঠে খেলা তাই বার্সেলোনা কোচ জাভির প্রত্যাশা ছিলো ৭০-৮০ হাজার বার্সা সমর্থকের সমর্থন পাবেন তারা। কিন্তু মাঠে বার্সেলোনা সমর্থকের উপস্থিতি ও তাদের আচরণে হতাশ হয়েছেন তিনি। শুরু থেকেই ন্যু ক্যাম্পে দুয়ো শুনেছে বার্সা। বিষয়টা মোটেও মেনে নিতে পারছেন না বার্সা কোচ জাভি। 

ম্যাচ শেষে এ নিয়ে হতাশা প্রকাশ করে বার্সেলোনা কোচ জাভি বলেছেন,  ‘ক্যাম্প ন্যু'তে মাঠের পরিবেশ আমাদের সাহায্য করেনি। এটা মনে হচ্ছিলো ফাইনাল যেখানে দুই দলের সমর্থকদের ভাগ করেছে। ক্লাব কর্তৃপক্ষের এটা নিয়ে ভাবা উচিত যে কি ঘটেছে।’

জাভি আরো বলেন, ‘আমাদের পরিকল্পনা ও অনুমানে কিছু ভুল ছিলো। আমরা যে নিজেদের মাঠে খেলছি সেটা মনে হচ্ছিলনা। যারা মাঠে এসেছিলেন তাদেরকে ধন্যবাদ।’

একটু পর ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তাও কথা বললেন জাভির সুরেই। তিনি জানান, ‘জাভি যেটা বলেছে তার সঙ্গে আমি একমত। আজ যা ঘটেছে, তা লজ্জার। এ নিয়ে বড় একটা তথ্য আমাদের কাছে আছে আমাদের কাছে। বার্সেলোনা সমর্থক হিসেবে আমি লজ্জিত। এর পুনরাবৃত্তি ঘটানো যাবে না আর।’ 

পুরো ম্যাচ জুড়েই ফ্রাঙ্কফুর্টের প্রায় ২০ হাজারের অধিক সমর্থক গ্যালারি মাতিয়ে রাখে। পুরো ম্যাচ জুড়েই গ্যালারি থেকে নিজ দলকে দারুণভাবে উৎসাহ দিয়েছে ফ্রাঙ্কফুর্টের সমর্থকেরা।

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন ম্যাচ | হারের | কারণ | বার্সা | সমর্থকরা | | জাভি