আর্কাইভ থেকে ফুটবল

ডিসেম্বরের শহরে ইউরোপীয়ান ফুটবলে আর্জেন্টাইন নাইটস

ডিসেম্বরের শহরে ইউরোপীয়ান ফুটবলে আর্জেন্টাইন নাইটস
এক বছর আগে ডিসেম্বরের এই শীতের আবহেই আর্জেন্টাইনদের জন্য নেমেছিলো স্বর্গীয় কিছু রাত। একের পর এক জয়ে শেষ পর্যন্ত কাতার বিশ্বকাপ নিয়ে ঘরে ফিরেছিলেন লিওনেল মেসিরা। ডিসেম্বর আসতেই সেই সব রাতের সুখের স্মৃতি হয়তো আর্জেন্টাইন ভক্তদের মনে দোলা দিচ্ছে। আর সেই স্মৃতি পালে নতুন হাওয়া হয়ে রোববার ইউরোপীয়ান ফুটবলে নেমে এসেছিল আর্জেন্টাইন নাইটস। ইউরোপের শীর্ষ লিগ গুলোয় একাধিক রুদ্ধশ্বাস ম্যাচে জ্বলে উঠেছিলেন কাতার বিশ্বকাপে মেসির সাথে দ্যুতি ছড়ানো একাধিক আর্জেন্টাইন। যাঁদের গোল ও সহায়তা জিতিয়েছে দলকে কিংবা বাঁচিয়েছে হার থেকে। ২০২২ বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের এনজো ফার্নান্দেজকে প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে কিনে আনে চেলসি। তবে স্টামফোর্ড ব্রিজের ক্লাবটির হয়ে লিগে ৩০ ম্যাচ খেলার পরও এনজো পাননি কোন গোল। অবশেষে ৩১তম লিগ ম্যাচ খেলতে নেমে পেলেন জোড়া গোল। আর চেলসিও ব্রাইটনের বিপক্ষে পেয়েছে ৩–২ ব্যবধানে জয়। বিশ্বকাপে পারফর্ম করে নজরে এসেছিলেন অ্যালেক্সিস ম্যাক আলিস্টার। বল পায়ে মিডফিল্ডে আর্জেন্টিনাকে দারুণ দৃঢ়তা দেওয়া এই তরুণকে দলে নিয়ে ১০ নম্বর জার্সি তুলে দেন ইয়ুর্গেন ক্লপ। কিন্তু লিভারপুলের জার্সিতে ম্যাক আলিস্টার প্রিমিয়ার লিগে পাননি গোলের দেখা। অবশেষে ভাঙ্গলেন নিজের ডেড লক। ফুলহামের বিপক্ষে বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে আদায় করে নেন প্রিমিয়ার লিগে নিজের প্রথম গোল। আর অলরেডসদের ৪-৩ গোলের জয়ের ম্যাচেও রেখেছেন অনেক বড় অবদান। ইতিহাদে ম্যানচেস্টার সিটির থেকে পয়েন্ট নিয়ে ফিরেছে টটেনহ্যাম। আর এমন ম্যাচে টটেনহাম যখন পিছিয়ে ২–১ ব্যবধানে। তখন স্পার্সদের সমতায় ফেরান জিওভানি লো সেলসো। যদিও চোটের কারণে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের সঙ্গী হবার ভাগ্য হয়নি তার। ওই ম্যাচেই গোল না পেলেও সিটির আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ দারুণ একটি অ্যাসিস্ট করেছেন। বিশ্বকাপে খুব একটা সুযোগ না পাননি পাওলো দিবালা। তবে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারের তার করা গোলটা মহত্ত্ব যে অপরিসীম। সিরিআতে সাসুয়োলোর বিপক্ষে করেছেন গোল ও সহায়তা।

এ সম্পর্কিত আরও পড়ুন ডিসেম্বরের | শহরে | ইউরোপীয়ান | ফুটবলে | আর্জেন্টাইন | নাইটস