বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জে রঙিন বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে জেলা স্বেচ্ছাসেবক দলের ১৮টি ইউনিটের নেতাকর্মীরা স্লোগান ও নৃত্যে-গীতে শহরজুড়ে আনন্দ মিছিল করেন।
স্থানীয় পৌর ভাসানী মিলনায়তন চত্বর ও আশপাশের সড়ক ভরে ওঠে তাদের উপস্থিতিতে। সেখানে আকাশে রঙিন বেলুন উড়িয়ে মিছিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, ভিপি অমর কৃষ্ণ দাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব সভাপতি হারুন অর রশিদ খান হাসান, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট ও আলমগীর আলমসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস ও সদস্য সচিব মিলন হক রঞ্জুর নেতৃত্বে বিশাল আনন্দ মিছিল বের হয়।
মিছিলটি শহরের প্রধান সড়ক এসএস রোড হয়ে রাজার স্টেশন রোডের স্বাধীনতা স্কয়ারে গিয়ে শেষ হয়।
এমএ//