আর্কাইভ থেকে আন্তর্জাতিক

গাজায় অভিযানে গিয়ে ব্রিটিশ যুবক নিহত

গাজায় অভিযানে গিয়ে ব্রিটিশ যুবক নিহত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরাইলি বাহিনীর হয়ে লড়াই করতে গিয়েছিলেন ব্রিটিশ যুবক বিনিয়ামিন নিদহাম। ওই যুবক ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের হয়ে গাজায় অভিযান সময় নিহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট। প্রতিবেদনে আরও বলা হয়েছে, ১৯ বছর বয়সি নিদহামের ইসরাইল ও যুক্তরাজ্যের দ্বৈত নাগরিকত্ব ছিল। তিনি ১০ বছর আগে পরিবারের সঙ্গে ইসরাইল চলে যান। ৭ অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হামলার পর নিদহাম দ্বিতীয় ব্রিটিশ নাগরিক যিনি হামাসের হাতে নিহত হয়েছেন। টাইমস অব ইসরাইল জানিয়েছে, নিদহাম কমব্যাট ইঞ্জিনিয়ারিং কর্পসের ৬০১তম ব্যাটালিয়নের সঙ্গে গাজায় অভিযানে গিয়েছিলেন। ইসরাইলি কর্মকর্তারা বলেছেন, গাজায় দুই দিনের জন্য অভিযানে গিয়েছিলেন নিদহাম। সেই সময় অ্যাকশনে তার মৃত্যু হয়। তার বোন অরলি ফেরিস বলেন, সে ছিল দুর্দান্ত ভাই। আমরা তাকে মনে রাখব। তিনি বলেন, কী ঘটেছে সেটি বিস্তারিত জানি না। তবে সে দুই দিনের জন্য গাজায় গিয়েছিল। শুক্রবারে সে গাজায় প্রবেশ করে এবং রোববারে তার মৃত্যু হয়। সোমবার আইডিএফ জানিয়েছে, গাজায় রোববার যুদ্ধ অভিযানে তিন সেনা নিহত হয়েছেন। তাদের একজন নিদহাম। বাকি দুই সেনার নাম নেরিয়া শায়ের এবং বেন জুসম্যান। এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কেদরা বলেছেন, দখলদার সেনাদের হামলায় আহত ফিলিস্তিনিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৩১৬ জন। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন গাজায় | অভিযানে | গিয়ে | ব্রিটিশ | যুবক | নিহত