ঢাকা

আশুলিয়ায় শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

আশুলিয়ায় দুইটি পোশাক কারখানার শ্রমিকদের মধ্যে সংঘর্ষে রাবেয়া বেগম নামে এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। 

নিহত রোকেয়া বেগম আশুলিয়ার জিরাবো এলাকার মাসকট গার্মেন্টসের সহকারী সেলাই মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। রোকেয়া ২০২১ সালের ১ ডিসেম্বর কারখানাটিতে যোগ দেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলম (এসপি) বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে মাসকট গার্মেন্টসের শ্রমিকদের সঙ্গে অন্য কারখানার শ্রমিকদের সংঘর্ষে ইটপাটকেল লেগে এক শ্রমিক মারা যান। তাঁর লাশ পিএমকে হাসপাতালে রয়েছে। এ ছাড়া দুজন আহত শ্রমিক হাসপাতালে ভর্তি আছেন। এর বাইরেও আহত আছে।

 

ঢাকার সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে দুই সপ্তাহের বেশি সময় ধরে অস্থিরতা চলছে। শিল্পাঞ্চল দুটির অধিকাংশ তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা গত রোববার শান্তিপূর্ণভাবে কাজ করছেন। তবে দুই ডজন কারখানা বন্ধ ও ছুটি ছিল। গতকালও শিল্পাঞ্চল দুটি শান্ত ছিল।

কেএস// 

এ সম্পর্কিত আরও পড়ুন শ্রমিক