আর্কাইভ থেকে উত্তর আমেরিকা

ইউক্রেনের সহায়তায় কোনো অর্থ নেই, সময়ও নেই: হোয়াইট হাউস

ইউক্রেনের সহায়তায় কোনো অর্থ নেই, সময়ও নেই: হোয়াইট হাউস
টানা প্রায় দুই বছর ধরে ইউক্রেন রাশিয়ার আগ্রাসন চলছেই। আগ্রাসনের শুরু থেকেই যুক্তরাষ্ট্র থেকে সামরিক ও আর্থিক সহায়তা পাচ্ছে ইউক্রেন। তবে রিপাবলিকানরা এবার হোয়াইট হাউসের ১০ হাজার কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ আটকে দিয়েছে। এতে করে ইউক্রেনকে সাহায্য করার মতো অর্থ হাতে নেই বাইডেন প্রশাসনের। জানিয়েছে হোয়াইট হাউস। সোমবার (৪ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের দেয়া প্রতিবদেন থেকে এ তথ্য জানা যায়। হোয়াইট হাউস জানিয়েছে, কংগ্রেস যদি দ্রুত এই প্যাকেজ অনুমোদন না করে, তাহলে রাশিয়া লাভবান হবে। সময় দ্রুত চলে যাচ্ছে, আমাদের হাতে ইউক্রেনকে সাহায্য করার মতো অর্থও আর নেই। কংগ্রেস যদি প্যাকেজ অনুমোদন না করে, তাহলে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনকে সাহায্য করা যাবে না। গেলো অক্টোবরে বাইডেন প্রশাসন কংগ্রেসকে ১০ হাজার কোটি ডলারের প্যাকেজ অনুমোদন করতে বলে। এর থেকে ইউক্রেন ও ইসরায়েলকে সাহায্য করার কথা ছিল। কিন্তু হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এখন রিপাবনিকানরা সংখ্যাগরিষ্ঠ। তারা এই অনুমোদন দেয়নি। সোমবার হাউসের স্পিকারকে চিঠি লিখেছেন জো বাইডেনের বাজেট ডিরেক্টর। তিনি লিখেছেন, ‘আমাদের হাতে কোনও জাদুর ঘড়া নেই, যা দিয়ে আমরা পরিস্থিতি সামলাতে পারি। আমাদের হাতে কোনও অর্থ নেই। আর আমাদের হাতে সময়ও নেই।’

এ সম্পর্কিত আরও পড়ুন ইউক্রেনের | সহায়তায় | কোনো | অর্থ | নেই | সময়ও | নেই | হোয়াইট | হাউস