সৌদি আরবের রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী এবং রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) রিয়াদ দূতাবাসের অডিটোরিয়ামে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ ও রেমিট্যান্স যোদ্ধা দিবস ২০২৫ শিরোনামে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) মো: আসাদুজ্জামান খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ দেলওয়ার হোসেন। এসময় আরও বক্তব্য রাখেন শ্রম কাউন্সিলর মোহাম্মদ রেজা ই- রাব্বি, মিনিস্টার কন্স্যুলার মো: মোশরফ হোসেন সহ কমিউনিটির বিশিষ্ট জন।
রাষ্ট্রদূত মো: দেলওয়ার হোসেন জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। পাশপাশি তাদের রুহের মাগফিরাত কামনা করেন এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে বুকে ধারণ করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান ।
অর্থনীতির চাকা সচল রাখার জন্য সৌদি আরবে বসবাসকারী রেমিট্যান্স যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি আরও বলেন, বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ, প্রবাসীদের দক্ষতা বৃদ্ধি ও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে রিয়াদ দূতাবাস সর্বদা কাজ করে যাচ্ছে। এসময় রাষ্ট্রদূত নাগরিক সমাজকে বাংলাদেশ প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার উদাত্ত আহ্বান জানান।
এসময় জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে দূতাবাসের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়িক, সাংস্কৃতিক ও মিডিয়া ব্যক্তিত্ব, বাংলাদেশি শিক্ষার্থী ও কমিউনিটি সদস্যসহ অন্যান্য অতিথিরা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রদূত অনুষ্ঠানে আগত অতিথিদের নিয়ে গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে দূতাবাস চত্বরে আয়োজিত আলোকচিত্র, পোস্টার ও গ্রাফিতি প্রদর্শনী ঘুরে দেখেন।
এনএস/