আর্কাইভ থেকে বাংলাদেশ

ছবিটা করা উচিত ছিলো : শোয়েব আখতার

ছবিটা করা উচিত ছিলো : শোয়েব আখতার

বিশ্বক্রিকেটে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামটা শুনলেই মনে পরবে পাকিস্তানি পেসার শোয়েব আখতারের নাম। তিনি বলিউডে ‌‘গ্যাংস্টার’ ছবি করার প্রস্তাব পেয়েছিলেন। তবে তিনি ছবিটি করেননি। তাকে যে চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিলো পরে সেই চরিত্রে অভিনয় করেছিলেন ইমরান হাশমি। শোয়েব আখতার নিজেই এ তথ্য জানিয়েছেন। 

৪৬ বছরের শোয়েব এখন মনে করেন, ছবিটি তার করা উচিত ছিলো।

তরুণ পেসারদের নিয়ে শোয়েবের মন্তব্য, এখনকার পেসাররা কেউ তার মতো না। তাদের চুলও তার মতো লম্বা না। তারা শোয়েবের মতো জোরে বলও করতে পারেন না। পেসারদের আগ্রাসী বোলিং করা উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

২০০২ সালে অ্যাডাম গিলক্রিস্টের উইকেট নিয়েছিলেন শোয়েব। তার কাছে গিলক্রিস্টের সেই উইকেটিই বেশি প্রিয়। শোয়েব আরও জানিয়েছেন, তার মতে বিশ্ব সেরা স্পিনার হলেন সাকলায়েন মোশতাক। 

হাসিব মোহাম্মদ

এ সম্পর্কিত আরও পড়ুন ছবিটা | করা | উচিত | ছিলো | | শোয়েব | আখতার