যে মুহূর্তর জন্য এতদিনের অপেক্ষা। সাত পাকে বাঁধা পড়বেন সন্দীপ্তা ও সৌম্য। তা ঘটবে আর কয়েক ঘণ্টা পরেই। গোধূলি লগ্নে শুভদৃষ্টি।
বৃহস্পতিবার সকাল থেকেই সন্দীপ্তার বিয়ের নানা অনুষ্ঠান একেবারে জমজমাট। পুষ্পবৃষ্টির মধ্যে দিয়ে গায়ে হলুদ পর্ব সম্পন্ন হয়েছে সন্দীপ্তার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার হতেই অনুরাগীদের নজর কেড়েছেন সন্দীপ্তা। সৌম্যর নামে ইতিমধ্যেই মেহেন্দি পরেছেন সন্দীপ্তা। শাঁখা-পলা পরে সন্দীপ্তা যেন আরও সুন্দরী।
আজ সৌম্যর সঙ্গে গাঁটছড়া বাঁধছেন সন্দীপ্তা। তার আগে ২ ডিসেম্বর হয়েছে আংটি বদলের অনুষ্ঠান। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানিয়ে ছিলেন, জীবনের এই নতুন অধ্যায় তার ও সৌম্যর কাছে অত্যন্ত স্পেশাল। কাজের ব্যস্ততার মধ্যেও বিয়ে নিয়ে প্ল্যান করেছেন দুজনে।
এর আগে সন্দীপ্তা জানিয়েছিলেন, বিয়েতে তিনি বাঙালি কনের সাজেই সাজবেন। পরবেন গোলাপি রঙের কাতান সিল্ক বেনারসি। সঙ্গে থাকবে মানানসই সোনার গয়না। সৌম্যর পরনে থাকবে প্যাস্টেল শেডের পোশাক। সন্দীপ্তা ও সৌম্যর বিয়ের পৌরহিত্য করবেন নন্দিনী ভৌমিক। সিরিয়ালের জন্য একাধিকবার কনের সাজে সেজেছেন সন্দীপ্তা। বাস্তবে তিনি ছিমছাম সাজই চান।