আর্কাইভ থেকে জাতীয় পার্টি

চুন্নুর মনোনয়ন বাতিল চেয়ে আপিল

চুন্নুর মনোনয়ন বাতিল চেয়ে আপিল
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নুর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে আপিল করেছেন একই আসনের মনোনয়ন বাতিল হওয়া আওয়ামী লীগের প্রার্থী নাসিরুল ইসলাম খান। শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে আগারগাঁও নির্বাচন ভবনের আপিল বিভাগে তিনি এই আবেদন করেন। নাসিরুল ইসলাম খান বলেন, কিশোরগঞ্জ জেলার আব্দুল মালেকের ৫ কোটি ৭০ লাখ টাকার ঋণের ব্যক্তিগত গ্যারান্টার মো. মজিবুল হক চুন্নু। দীর্ঘদিন ঋন খেলাপী হিসেবে আছে। অতএব সে কিভাবে এমপি মনোনয়ন এর জন্য আবেদন করতে পারেন। এই আসনের আওয়ামী লীগের প্রার্থী মো. নাসিরুল ইসলাম খানের বিরুদ্ধে মামলা থাকা সত্ত্বেও হলফনামায় এ তথ্য গোপন করায় মনোনয়নপত্র অবৈধ বলে ঘোষণা করা হয়। নাসিরুল করিমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক। দীর্ঘদিন ধরে এ আসনটি মহাজোটের প্রার্থীদের ছেড়ে দেয়া হচ্ছে। তারা দীর্ঘদিন দাবি জানিয়ে আসছিলেন, এবার যাতে এখানে নৌকার প্রার্থী দেয়া হয়। দল ক্ষমতা থাকা সত্ত্বেও বারবার জাতীয় পার্টির নেতা নির্বাচিত হওয়ায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা অনেকটা বঞ্চিত ও অবহেলিত অবস্থায় ছিল। এবার এ আসনে দল প্রার্থী দেয়ায় তারা উৎফুল্ল ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন চুন্নুর | মনোনয়ন | বাতিল | চেয়ে | আপিল