আর্কাইভ থেকে বাংলাদেশ

খুলেছে নিউমার্কেট, দোকানে ক্রেতাদের ভিড়

খুলেছে নিউমার্কেট, দোকানে ক্রেতাদের ভিড়

ঢাকা কলেজের শিক্ষার্থীদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে নিউমার্কেটের দোকানগুলো আজ বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল থেকে খুলেছে। দুই পক্ষের সংঘর্ষের পর দুইদিন বন্ধ ছিলো এই মার্কেট।

সকালে দোকান খোলার সঙ্গে সঙ্গেই ক্রেতাদের উপস্থিতি বাড়তে শুরু করে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরও দায়িত্ব পালন করতে দেখা যায়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, গেল দুদিন দোকান বন্ধ থাকায় তাদের অনেক ক্ষতি হয়েছে। করোনার কারণে গত দুই বছর ঈদে তারা দোকান খুলতে পারেননি। এবারের ঈদে সেই ক্ষতি পুষিয়ে নিতে চান।

গেলো বুধবার (২০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে নিউ মার্কেট দোকানমালিক সমিতি ও বাংলাদেশ দোকান মালিক সমিতি, ঢাকা কলেজের ছাত্র ও শিক্ষক, এবং 
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সমঝোতা বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন।

শিক্ষার্থীদের সব যৌক্তিক দাবি মেনে নেওয়া হয়েছে জানিয়ে নেহাল আহমেদ বলেন, বৃহস্পতিবার সকাল থেকে নিউ মার্কেট খুলবে। হামলাকারী ও উসকানিদাতাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সাংবাদিকসহ অন্যান্য হতাহত ও ক্ষতিগ্রস্তদের আর্থিক অনুদান দেয়া হবে। এছাড়া অ্যাম্বুলেন্সে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়া হবে।

অধ্যাপক নেহাল আহমেদ বলেন, মার্কেটে ক্রেতা ও নারীদের হয়রানি বন্ধে অভিযোগ করার নম্বর দিয়ে বিভিন্ন জায়গায় স্টিকার লাগানো হবে। কর্মকর্তা-কর্মচারীদের ডিজিটাল আইডি কার্ড সরবরাহের পাশাপাশি মনিটরিং ব্যবস্থা জোরদার করবে ব্যবসায়ীরা।
এদিকে পুলিশের পক্ষ থেকে ডিবির যুগ্ম কমিশনার মাহাবুব আলম বলেন, ঘটনার তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। ফুটপথ, হকার কেন্দ্রিক সমস্যাগুলো সমাধানের পাশাপাশি চাঁদাবাজি বন্ধে ব্যবস্থা নেয়া হবে।

ঘটনায় জড়িত তৃতীয় পক্ষকে চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন খুলেছে | নিউমার্কেট | দোকানে | ক্রেতাদের | ভিড়