নাশকতার এক মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, ঢাকা সিটির সাবেক কমিশনার আনোয়ারুজ্জামান আনোয়ারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৮ নেতাকর্মীকে আড়াই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দশ বছর আগে রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা দায়ের করা হয়।
সোমবার (১১ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান এ রায় দেন।
সাজাপ্রাপ্ত অন্যরা হলেন- ঢাকা উত্তর সিটির ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জালাল আহমেদ, ওয়ার্ড নেতা এল রহমান, গান্ডু শাহিন, মোহাম্মদ ইয়াসিন, ঝন্টু, বিল্লাল, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জাকির হোসেন, ছাত্রদল নেতা সাজ্জাদ ইরফান, বাবু, কাটা সোহেল, শিমুল, শামীম, মনি, নাটা বিল্লাল ও স্বেচ্ছাসেবক দলের নেতা জহির।
রায় ঘোষণার সময় আনোয়ার কমিশনারকে আদালতে হাজির করা হয়। রায়ের পর সাজা পরোয়ানাসহ তাকে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আসামিপক্ষের আইনজীবী কাজল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণ থেকে জানা গেছে, দশ বছর আগে ২০১৩ সালের ২৬ মার্চ রাত আটটার দিকে কারওয়ান বাজারের ওয়াসা ভবনের সামনে বেআইনি সমাবেশ করে একটি ট্যাক্সিক্যাব থামিয়ে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আগুন ধরিয়ে দেয়। আগুনে গাড়িটি পুড়ে যায় এবং তিন লাখ টাকার ক্ষতি হয়।
ওই ঘটনায় যানটির চালক মো. বাবুল ওইদিন রাতেই তেজগাঁও থানায় একটি মামলা করেন। মামলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১৮ নেতাকর্মীকে আসামি করা হয়।
তদন্ত শেষে ২০১৬ সালের ১৫ জানুয়ারি ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলাটিতে আট জনের সাক্ষ্য নেয়া হয়।