আর্কাইভ থেকে ফুটবল

বায়ার্নের কাছে হেরে ইউরোপ থেকে বিদায় ম্যানইউয়ের

বায়ার্নের কাছে হেরে ইউরোপ থেকে বিদায় ম্যানইউয়ের
উয়েফা চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মাঠে নামার আগে দুটি সমীকরণের সামনে দাঁড়িয়ে ছিলো ম্যানচেস্টার ইউনাইটেড। বায়ার্নের বিপক্ষে জিততে হবে তাদের অন্যদিকে গ্যালাতসারাই ও কোপেনহেগেনের ম্যাচটি যেন ড্র হয়। দুটির একটিও হয়নি রেড ডেভিলদের জন্য। মঙ্গলবার রাতে ওল্ড ট্রাফোর্ডে বায়ার্ন মিউনিখের কাছে ১-০ ব্যবধানে হেরেছে ম্যানইউ। ৭০ মিনিটে হ্যারি কেইনের দারুণ টাচে কিংসলে কোমানের গোলে লিড পায় বায়ার্ন। তার আগেই অবশ্য কোপেনহেগেন থেকে আসা খবরে টেন হাগের দলের খেলোয়াড়দের মনটা ভেঙ্গে যাওয়ার কথা। একই সময়ে শুরু হওয়া ঐ ম্যাচেও ৫৮ মিনিটে লুকাস লেরাজেরের করা গোলে এগিয়ে ছিল কোপেনহেগেন। তুর্কি ক্লাবটির বিপক্ষে শেষ পর্যন্ত যেমন ১-০ গোলে জিতেছে স্বাগতিকরা, ইউনাইটেডও বায়ার্নয়ের কাছে হেরেছে ১-০ গোলে। এ নিয়ে গ্রুপপর্বে ৬ ম্যাচে মাত্র ১ জয় ও ১ ড্রয়ে ম্যানইউয়ের সংগ্রহ মাত্র ৪ পয়েন্ট। ‘এ’ গ্রুপের তলানির দল হিসেবে ইউরোপের ক্লাব প্রতিযোগিতা থেকে ছিটকে গেলো তারা। বায়ার্নের বিপক্ষে জিতলে ৫ পয়েন্ট পাওয়া গ্যালাতসারাইকে তলানিতে নামিয়ে গ্রুপের তৃতীয় দল হিসেবে অন্তত ইউরোপা লেগে খেলার সুযোগ পেতো ম্যানইউ। সেটুকুও করতে না পারালো ইংলিশ লিগের দলটি।  

এ সম্পর্কিত আরও পড়ুন বায়ার্নের | কাছে | হেরে | ইউরোপ | বিদায় | ম্যানইউয়ের