আল-আকসায় মসজিদে মুসলমানদের ওপর ইসরাইলের হামলা ও সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে সংসদে নিন্দা প্রস্তাব পাসের দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন।
শুক্রবার (২২ এপ্রিল) জুমার নামাজের পর বাইতুল মোকাররম মসজিদের সামনে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ৯২ ভাগ মুসলমানের দেশ বাংলাদেশের সরকারকে বলব- সুইডেনের রাষ্ট্রদূতকে তলব করে কোরআন পোড়ানোর নিন্দা জানান। সংসদের ভেতরে ইসরাইল ও সুইডেনের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব করুন।
রেজাউল করীম বলেন, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে নামাজের স্থান উচ্ছেদের চেষ্টা চলছে। এটা সরকার চুপ করে দেখছে। আমি বলব সরকারও নামাজের বিরুদ্ধে অবস্থান নিয়েছে।
তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে নামাজের স্থান উচ্ছেদ করার ষড়যন্ত্র হচ্ছে। এতো মুসলমানের দেশে কয়েকজন নাস্তিক নামাজের স্থান উচ্ছেদ করতে পারবে না। সেখানে ইসলাম বিরোধী বিভিন্ন কার্যক্রম থাকলে পারলে কেন নামাজের স্থান থাকতে পারবে না। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে তা হতে দেব না।
চরমোনাই পীর আরও বলেন,জাতিসংঘের কোনো কার্যকারিতা নেই তারা অর্থবহ কোনো কাজ করতে পারে না। এটা এখন মুসলমান নিধনসংঘে পরিণত হয়েছে।
বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন দলটির নেতা আক্কাস আলী সরকার, ইউনুছ আহমাদ প্রমুখ।
এসআই/