আর্কাইভ থেকে জাতীয়

১৪ ডিসেম্বরকে চলতি বছরেই জাতীয় দিবস ঘোষণা

১৪ ডিসেম্বরকে চলতি বছরেই জাতীয় দিবস ঘোষণা
পরবর্তী ক্যাবিনেট মিটিংয়ে ১৪ ডিসেম্বরকে জাতীয় দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হবে। জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বুধবারও এ বিষয়ে মিটিং হয়েছে। আশা করছি, ২৬ মার্চের আগে তা সম্পন্ন হবে। আবেদন যাচাই-বাছাইয়ের কাজ চলছে।’ মোজাম্মেল হক আরও বলেন, ‘যুদ্ধাপরাধীদের একটা সংখ্যা আছে। সুনির্দিষ্ট অভিযোগ থাকলে বিচারও করা হচ্ছে। তবে যারা রাজাকার ও আলবদর ছিল তাদের সংখ্যা অনেক। তাদের সবার বিচার করা হয়নি।’

এ সম্পর্কিত আরও পড়ুন ১৪ | ডিসেম্বরকে | চলতি | বছরেই | জাতীয় | দিবস | ঘোষণা