আর্কাইভ থেকে জাতীয়

হত্যাকারীরা কখনো গণতন্ত্র দিতে পারে না : প্রধানমন্ত্রী

হত্যাকারীরা কখনো গণতন্ত্র দিতে পারে না : প্রধানমন্ত্রী
যারা মানুষ মারার রাজনীতি করে, মানুষ মারার পরিকল্পনা করে তারা দেশের মানুষকে কোন গণতন্ত্র দেবে। হত্যাকারীরা দেশের মানুষকে কখনো গণতন্ত্র দিতে পারে না। যারা বাসে, রেললাইনে আগুন দেয় তারা একাত্তরের পরাজিত শক্তির দোসর। বিএনপি মানুষ মারার রাজনীতি করে বলেই জনগণ থেকে তারা বিচ্ছিন্ন। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবসে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। শেখ হাসিনা বলেন, জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার পদাঙ্ক অনুসরণ করেই তাদের সন্তান তারেক রহমান বিদেশে বসে হুকুম দিয়ে দেশের মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে মারছে। যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে, তারা দেশে কোন গণতন্ত্র দেবে- তা দেশের মানুষ ঠিকই বুঝতে পারছে। তাই তাদের আন্দোলন সংগ্রামে সাড়া দিচ্ছে না। তিনি বলেন, খালেদা জিয়াকে ভোট চুরির অপরাধে বিদায় নিতে হয়েছিল। এক বার নয়, দুই বার বিদায় নিতে হয়েছিল। ২০০১ সালে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় এসেছিল। আমি বলেছিলাম গ্যাস পাবে না। আল্লাহ-তায়ালাও যখন সম্পদ দেয়, মানুষ বুঝে দেয়। সেই গ্যাস দিতে পারেনি। কূপ খনন করে দেখে গ্যাস নাই। প্রধানমন্ত্রী বলেন, প্রতিবার নির্বাচনের আগে চক্রান্ত-ষড়যন্ত্র শুরু হয়। এবারও দেশের নির্বাচন নিয়ে চক্রান্ত- ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আমাদের শক্তি হলো মানুষ। পাকিস্তানিদের সঙ্গে মিলে যুদ্ধাপরাধীরা দেশের মানুষকে হত্যা করে। আর এখন বিএনপি-জামায়াত যারা জ্বালাও-পোড়াও করে; তারা একাত্তরের পরাজিত শক্তির দোসর। সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাত্র তিন বছর সাত মাস সময় পান, এরই মধ্যে দেশটাকে স্বল্পোন্নত দেশ হিসেবে গড়ে তোলেন। স্বল্পোন্নত দেশের স্বীকৃতি জাতিসংঘ কর্তৃক আদায় করেন। এতো অল্প সময়ের মধ্যে বাংলাদেশের উন্নতিটা আমাদের স্বাধীনতা বিরোধীরা ভাবতেও পারেনি। প্রধানমন্ত্রী বলেন, পাকিস্তানিরাও এখন তাদের দেশকে বাংলাদেশের মতো দেখতে চান। পাকিস্তানিরা যে বাংলাদেশকে বলেছিল বোঝা, সেই পাকিস্তানিরাই আজ বলে তাদের বাংলাদেশের মতো বানিয়ে দিতে। তিনি বলেন, একটানা ১৫ বছর সরকার ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন দৃশ্যমান হয়েছে। দেশের প্রান্তিক পর্যায়ের মানুষেরও নাগরিক সুবিধা নিশ্চিত হয়েছে। বাংলাদেশ আজ বদলে যাওয়া দেশ।

এ সম্পর্কিত আরও পড়ুন হত্যাকারীরা | কখনো | গণতন্ত্র | পারে | | প্রধানমন্ত্রী