আর্কাইভ থেকে জাতীয়

আওয়ামী লীগের আসন ছাড়ের প্রস্তাব গ্রহণ করেনি শরিকরা : ইনু

আওয়ামী লীগের আসন ছাড়ের প্রস্তাব গ্রহণ করেনি শরিকরা : ইনু
১৪ দলের শরিকদের ৭টি আসন দেয়ার যে প্রস্তাব আওয়ামী লীগ করেছে তা গ্রহণ করেনি জোটের শরিক দলগুলো। প্রস্তাবটি পুনঃবিবেচনার জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার  প্রতি আহ্বান জানিয়েছে শরিক দলের নেতারা। শুক্রবার (১৫ ডিসেম্বর) গণমাধ্যমকে একথা বলেন জাসদ সভাপতি হাসানুল হক ইনু। তিনি বলেন, আসন ছাড় দেয়া নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি জরুরি বৈঠকের ভিত্তিতে চূড়ান্ত আলোচনা এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করার আহ্বান জানিয়েছি। উল্লেখ্য, গেলো  বৃহস্পতিবার রাতে ১৪ দলের শরিকদের জন্য ৭টি আসন ছাড় দেওয়ার কথা জানান আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য এবং ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। এর মধ্যে জাসদকে কুষ্টিয়া-২, লক্ষ্মীপুর-৪ ও বগুড়া-৪ আসন; ওয়ার্কার্স পার্টিকে বরিশাল-৩, রাজশাহী-২ ও সাতক্ষীরা-১ আসন এবং পিরোজপুর-২ আসন জেপির (মঞ্জু) জন্য ছাড় দেয়া হয়েছে। এসব আসনে জোটের প্রার্থীরা নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন আওয়ামী | লীগের | আসন | ছাড়ের | প্রস্তাব | গ্রহণ | করেনি | শরিকরা | | ইনু