আর্কাইভ থেকে জাতীয়

রেললাইনে পাহারা বসানোর নির্দেশ

রেললাইনে  পাহারা বসানোর নির্দেশ
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে নিরাপদ ট্রেন পরিচালনার জন্য রেললাইনে প্রতি ঘণ্টা পেট্রোলিং এবং রাতে নিবিড় পাহারার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। পেট্রোলিং এর জন্য মোটর ট্রলি ও লোকাল ট্রেনের ইঞ্জিনের ব্যবস্থা করার পরামর্শ দেয়া হয়েছে। গেলো বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকীর স্বাক্ষর করা এক চিঠিতে এ নির্দেশনা দেয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়, ঝুঁকিপূর্ণ এলাকায় রেলওয়ে ট্র্যাকগুলো ওয়েম্যান, আরএনবি ও আনসার সদস্যদের মাধ্যমে দিনে এবং রাতে সার্বক্ষণিক পাহারার ব্যবস্থা গ্রহণ করতে হবে। যাতে প্রতি এক ঘণ্টায় সর্বনিম্ন একবার করে পেট্রোলিং করা হয়। এ বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগের জন্য প্রতিটি কন্ট্রোল অফিসে কর্তব্যরত ওয়েম্যান, আরএনবি ও আনসার স্টাফদের মোবাইল নম্বর সংরক্ষণ করতে হবে। উল্লেখ্য, গেলো ১৩ ডিসেম্বরে গাজিপুরের ভাওয়ালে রেললাইন তুলে ফেলে দুর্বৃত্তরা। এতে ট্রেন দুর্ঘটনায় একজন নিহত হন।

এ সম্পর্কিত আরও পড়ুন রেললাইনে | | পাহারা | বসানোর | নির্দেশ