আর্কাইভ থেকে আন্তর্জাতিক

ভুল করে নিজেদের তিন জিম্মিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা

ভুল করে নিজেদের তিন জিম্মিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা
অবরুদ্ধ গাজার উত্তরাংশে শেজাইয়া এলাকায় অভিযানের সময় হামাসের হাতে বন্দি তিন জিম্মিকে ভুলবশত হত্যা করার কথা স্বীকার করেছে ইসরায়েল। নিহত তিন জিম্মি হলেন- ইয়োতাম হাইম (২৮), সামের তালালকা (২২) ও অ্যালোন শামরিজ (২৬)। শুক্রবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ ভুলের কথা জানিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী’র (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি। শনিবার (১৬ ডিসেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি’র প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন বলা হয়েছে, আইডিএফ’র মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি জানান, ওই তিন ইসরায়েলিকে হামাস সদস্য ভেবে গুলি করে ইসরায়েল সেনারা। এদের মধ্যে নিক বেইজার ও রন স্যামন ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য ছিলেন। অপরজন এলিয়া টলেদানো ফরাসী বংশোদ্ভুত ইসরায়েলি নাগরিক। এই ঘটনা ‘সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে’ তদন্ত করা হবে। গেলো ৭ অক্টোবর অভিযান চালানোর সময় সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে নিয়ে যায় হামাস। সম্প্রতি গাজার খান ইউনিস এলাকা অভিযান চালায় ইসরায়েলি স্পেশাল ফোর্সের দুটি দল। এসময় বন্দিদের হামাস সদস্য মনে করে গুলি করা হয়। মরদেহ উদ্ধারের পর তাদের ইসরায়েলি জিম্মি বলে শনাক্ত করা হয়। এদিকে এ ঘটনায় এক্সে (সাবেক টুইটার) এক পোস্ট দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাটিকে ‘অসহনীয় ট্র্যাজেডি’ উল্লেখ করে গভীর দুঃখ প্রকাশ করেছেন। উল্লেখ্য, ইসরাইলি বাহিনীর টানা দেড় মাসের অভিযানে কার্যত ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গাজা উপত্যকা, নিহত হয়েছেন প্রায় ১৯ হাজার ফিলিস্তিনি। নিহত এই ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ১০ হাজারেরও বেশি। অন্যদিকে, হামাস যোদ্ধাদের হামলায় ইসরাইলে নিহত হয়েছিলেন ১ হাজার ২০০ জন ইসরাইলি ও অন্যান্য দেশের নাগরিক। পাশপাশি ইসরাইল থেকে ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় নিয়ে যায় যোদ্ধারা। এই জিম্মিদের মধ্যে ইসরাইলিদের সংখ্যা ১০৪ জন। বাকি ১৩৬ জনের মধ্যে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, জার্মানি, ফ্রান্স, আর্জেন্টিনা, রাশিয়া ও ইউক্রেনের নাগরিকরা রয়েছেন; এবং রয়েছেন শিশু, নারী, তরুণ-তরুণী এবং বৃদ্ধ-বৃদ্ধা— সব বয়সী মানুষ। দেড় মাসেরও বেশি সময় যুদ্ধের পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চাপের মুখে নতি স্বীকার করে গত ২৫ নভেম্বর অস্থায়ী যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এবং হামাস। প্রথমে চার দিনের বিরতি ঘোষণা করলেও পরে এই বিরতির মেয়াদ আরও ৩ দিন বাড়ানো হয়। ৭ দিনের এই অস্থায়ী বিরতির সময় নিজের হাতে আটক ২ শতাধিক জিম্মির মধ্যে থেকে ১১৮ জনকে মুক্তি দিয়েছে হামাস; আর এই সময়সীমায় ইসরাইলের বিভিন্ন কারাগার থেকে ছেড়ে দেওয়া হয়েছে ১৫০ জন ফিলিস্তিনি বন্দিকে।

এ সম্পর্কিত আরও পড়ুন ভুল | করে | নিজেদের | তিন | জিম্মিকে | হত্যা | করেছে | ইসরায়েলি | সেনারা