আন্তর্জাতিক

পুতিনের উপর হতাশ ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মাদুরোর মতো পুতিনের বিরুদ্ধে কোনো নাটকীয় অভিযানের প্রয়োজন তিনি মনে করেন না। পুতিনের সঙ্গে তার চমৎকার সম্পর্ক আছে। ভবিষ্যতেও থাকবে।

সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইঙ্গিত দিয়েছিলেন, পুতিনের অবস্থা মাদুরোর মতো হতে পারে।

শুক্রবার (০৯ জানুয়ারি) সাংবাদিকরা এবিষয়ে ট্রাম্পের কাছে জানতে চাইলে এমন জবাব দিয়েছেন তিনি।

ট্রাম্প জেলেনস্কির সেই ধারণাকে নাকচ করে দিয়ে আরো বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ বন্ধ না হওয়ায় তিনি পুতিনের ওপর কিছুটা হতাশ। তবে মাদুরোর মতো কোনো পদক্ষেপের প্রয়োজন নেই। দ্রুতই ইউক্রেন যুদ্ধের সমাধান হবে।

এসএইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন #ডোনাল্ড ট্রাম্প #মাদুরো #পুতিন #হতাশ