আর্কাইভ থেকে বিএনপি

দেড়মাস পর রাজধানীতে বড় শোডাউন করলো বিএনপি

দেড়মাস পর রাজধানীতে বড় শোডাউন করলো বিএনপি
রাজধানীতে বড় শোডাউন করল বিএনপি। দলটির নেতাকর্মীরা এতদিন গ্রেপ্তার আতঙ্কে থাকলেও বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রাকে কেন্দ্র করে আত্মগোপন থেকে বের হয়ে এসেছেন। ফলে নির্বাচনের তফসিল বাতিল করা, সরকারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনের মধ্যে এই শোভাযাত্রাতে নেতাকর্মীদের ঢল নেমেছে। শনিবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা ২০ মিনিটে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়। শান্তিনগর গিয়ে পরে আবার নয়াপল্টনে ফিরে আসে মিছিলটি। তবে সম্প্রতি বিএনপির কোনো মিছিলে এত নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়নি। ২টা ২০ মিনিটে শুরু হওয়া র‌্যালির নয়াপল্টন এলাকায় যখন শেষ হয়েছে তখন সময় সোয়া তিনটা। বিজয় শোভাযাত্রায় বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতাদের অনেককে দেখা গেছে যারা গত ২৮ অক্টোবরের পর থেকে খুব একটা প্রকাশ্যে দেখা যায়নি। কেউ কেউ অবশ্য বিভিন্ন সময় অবরোধের সমর্থনে ঝটিকা মিছিলে দেখা গেছে। এর আগে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপির আয়োজনে এই বিজয় মিছিলে অংশগ্রহণ করতে বেলা ১১টার পর থেকে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। পরে ফকিরাপুল মোড় থেকে শান্তিনগর পর্যন্ত তারা বিভিন্ন ব্যানার হাতে অবস্থান নেন। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগানসহ সরকার বিরোধী স্লোগান দিতে থাকেন। র‍্যালি উপলক্ষে পিকআপ ভ্যানে তৈরি করা হয় অস্থায়ী মঞ্চ। র‍্যালীর আগে সেই মঞ্চ থেকে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, বিএনপির ভাইস-চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন দেড়মাস | রাজধানীতে | বড় | শোডাউন | করলো | বিএনপি