আর্কাইভ থেকে দেশজুড়ে

লাখো পর্যটকে ভরপুর কক্সবাজার

লাখো পর্যটকে ভরপুর কক্সবাজার
দীর্ঘদিন পর লাখো পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। বিজয় দিবসের ছুটির সাথে সাপ্তাহিক ছুটিতে সেখানে এখন লোকে লোকারণ্য। হোটেল-মোটেলসহ সাগর সৈকতে এখন জমজমাট অবস্থা। ভরা পর্যটন মৌসুম হলেও নভেম্বরের শুরু থেকে মধ্য ডিসেম্বর পর্যন্ত বিরোধী দলের হরতাল অবরোধে মহামন্দা গেছে পর্যটনে। বিজয় দিবসের ছুটিতে ব্যাপক পর্যটক সমাগমে কক্সবাজারের হোটেল-মোটেল, কিটকট ব্যবসায়ীসহ মহাখুশি পর্যটন ব্যবসায়ীরা। দেড় মাস পর গতকাল শুক্রবার (১৫ ডিসেম্বর) লাখো পর্যটকে ভরপুর ছিল বিস্তীর্ণ সৈকত। লাবনী পয়েন্ট, কলাতলীতে ও হিমছড়ি এবং ইনানীতেও ছিল একই অবস্থা। বিশিষ্ট পর্যটন উদ্যোক্তা ও হোটেল-মোটেল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কাশেম সিকদার বলেন, বিরোধী দলের কর্মসূচির কারণে পর্যটনে ব্যাপক মন্দা গেছে। তবে বিজয় দিবসের ছুটিতে আশানুরূপ পর্যটকে তারা খুশি। ট্যুরিস্ট পুলিশের একজন কর্মকর্তা জানান, পর্যটন স্পটগুলোতে আইনশৃঙ্খলা রক্ষায় সতর্ক অবস্তানে রয়েছে ট্যুরিস্ট পুলিশ। পর্যটকদের স্বাগত জানাতে কক্সবাজারের পাঁচ শতাধিক হোটেল, মোটেল, রিসোর্ট ও পর্যটন স্পটগুলো সাজানো হয়েছে নতুন রূপে।  

এ সম্পর্কিত আরও পড়ুন লাখো | পর্যটকে | ভরপুর | কক্সবাজার