আর্কাইভ থেকে জাতীয়

বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি যুবক আহত

বিএসএফের গুলিতে ৩ বাংলাদেশি যুবক আহত
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তিন বাংলাদেশি যুবক আহত হয়েছেন। শনিবার (১৬ ডিসেম্বর) ভোরে কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপারের সময় তাদের লক্ষ্য করে গুলি করে বিএসএফ। দৈখাওয়া বিজিবি ক্যাম্পের ল্যান্স নায়েক মো. বশির উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দৈখাওয়া বিওপির সীমান্ত পিলারের কয়েকশ গজ ভারতের অভ্যন্তরে  ঘন কুয়াশার মধ্যে ভোরে বাংলাদেশের একদল  চোরাকারবারী কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে গরু পারাপার করছিল। এ সময় ভারতের বড়মরিচা বিএসএফ ক্যাম্পের টহলদল তাদের লক্ষ্য করে ৫ থেকে ৬ রাউন্ড গুলি করে। এতে বাংলাদেশি তিন চোরাকারবারীর দুইজনের পায়ে ও একজনের হাতে গুলি লাগে। এ সময় বাকিরা পালিয়ে যান। তিনি আরও জানান, পায়ে গুলি লাগা আহত দুইজন চোরাকারবারী রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন এবং অপরজন অজ্ঞাত স্থানে চিকিৎসাধীন আছেন।  

এ সম্পর্কিত আরও পড়ুন বিএসএফের | গুলিতে | ৩ | বাংলাদেশি | যুবক | আহত