আর্কাইভ থেকে আন্তর্জাতিক

গাজায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন

গাজায় যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন
গাজার যোগাযোগ ব্যবস্থা গেলো তিন দিন ধরে বিচ্ছিন্ন রয়েছে। ফলে বন্ধ রয়েছে টেলিফোন ও ইন্টারনেট সংযোগ। এর আগেও গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর কয়েকবার যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়। ইন্টারনেট অ্যাক্সেস অ্যাডভোকেসি গ্রুপ নেটব্লকসডটওআরজি জানিয়েছে, গেলো বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় ইন্টারনেট ও টেলিফোন লাইনগুলো বিচ্ছিন্ন হয়, যা এখনো পুনরুদ্ধার হয়নি। গ্রুপটির পরিচালক অ্যালপ টোকার বলেন, যুদ্ধ শুরু হওয়ার পরই থেকে এই প্রথম গাজায় এত দীর্ঘ সময় ধরে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন। জাতিসংঘের মানবিকবিষয়ক বিভাগ জানিয়েছে, দক্ষিণে টেলিযোগাযোগ লাইনের ক্ষতির কারণে গাজার সঙ্গে যোগাযোগ গুরুতরভাবে ব্যাহত হয়েছে। এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন গাজায় | যোগাযোগ | ব্যবস্থা | বিচ্ছিন্ন