আর্কাইভ থেকে বিনোদন

হলফনামা বিশ্লেষণ, ফেরদৌস ও স্ত্রীর যত সম্পদ

হলফনামা বিশ্লেষণ, ফেরদৌস ও স্ত্রীর যত সম্পদ
প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন চিত্রনায়ক ফেরদৌস। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ঢাকা-১০ আসন থেকে প্রতিদ্বন্দিতা করবেন তিনি। নির্বাচন কমিশনে দেয়া হলফনামা অনুযায়ী ফেরদৌসের বার্ষিক আয় ৫০ লাখ ৪৬ হাজার ৪৯৭ টাকা। তার কোনো ব্যাংক ঋণ নেই। এর মধ্যে ব্যবসা থেকে আয় হয় ৪৭ লাখ ৯৯ হাজার ৫৮ টাকা। শেয়ার বা ব্যাংক আমানত থেকে আয় হয় ২ লাখ ৪৭ হাজার ৪৩৯ টাকা। ফেরদৌসের স্ত্রী তানিয়া পেশায় পাইলট। তানিয়া বছরে চাকরি করে পান ১ কোটি ৫৭ লাখ ১ হাজার ৬৬১ টাকা। আর শেয়ার বা ব্যাংক আমানত থেকে ১০ লাখ ৮৮ হাজার ৫০২ টাকা আয় হয় তার। সবমিলিয়ে তানিয়া ফেরদৌসের বার্ষিক আয় ২ কোটি ৪ লাখ ১৬ হাজার ১৬৩ টাকা। হলফনামায় নায়ক ফেরদৌস তার স্থাবর সম্পদ দেখিয়েছেন ২ কোটি ১৩ লাখ ৯৮ হাজার ২৬১ টাকার। এরমধ্যে নগদ ৩১ লাখ ২৮ হাজার ৬৫৮ টাকা। ব্যাংকে আছে ৩১ লাখ ৫৬ হাজার ৯৯৭ টাকা। বন্ড, ঋণপত্র ও শেয়ার বাজারে বিনিয়োগ আছে ১১ লাখ ২৫ হাজার টাকা। পাশাপাশি ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৫ লাখ ১৩ হাজার ৭৫৬ টাকার স্থায়ী আমানত, ৫৪ লাখ ১৮ হাজার ৫৪০ টাকার লাইফ ইন্সুরেন্স, ২০ লাখ টাকার ব্যক্তিগত গাড়ি, ১টি রোলেক্স ঘড়ি, ২০ ভরি স্বর্ণও আছে ফেরদৌসের। আর ব্যবসায়ের পুঁজি আছে ১০ লাখ ৫৫ হাজার ৩১০ টাকা। সাভারে ফেরদৌসের ৭ কাঠা জমি আছে। অর্জনকালীন সময়ে এজমির দাম ছিলা ১ লাখ ৬১ হাজার টাকা।  আশুলিয়ায় আরও ৭ কাঠা জমির মালিক ফেরদৌস। এই জমির অর্জনকালীন  মূল্য ১ লাখ ৫৪ হাজার টাকা। অন্যদিকে মিরপুরের বাউনিয়ায় ১৬ দশমিক ৫০ শতাংশ জমি আছে ফেরদৌসের।  ওই জমির অর্জনকালীন দাম ২ লাখ ৫৭ হাজার ৫০০ টাকা। অপরদিকে ধামালকোটে মায়ের কাছ থেকে উত্তরাধিকার ২২৫ অযুতাংশ জমি ও ২টি ফ্ল্যাট পেয়েছেন ফেরদৌস। পটুয়াখালীর কলাপাড়ায় চিত্র নায়ক ফেরদৌসের শূণ্য দশমিক ৩৩ একর জমি আছ।  (অর্জনকালীন সময়ে এ জমির আর্থিক মূল্য ছিলো ৮ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।  একই এলাকায় শূণ্য দশমিক ২৬ একরের আরও একটি জমি আছে ফেরদৌসের। অর্জনকালীন সময়ে এই জমির আর্থিক মূল্য জানানো হয়েছে ৮ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা। ঢাকার পূর্বাচলে ৫ কাঠা জমি আছে ফেরদৌসের নামে। এই জমির অর্জনকালীন দাম দেখানো হয়েছে ১০ লাখ ৮৫ হাজার টাকা। ফেরদৌসের স্ত্রী তানিয়ার নগদ ৪২ লাখ ৫৮ হাজার ৪৩৬ টাকা আছে।  ব্যাংকে জমা আছে ৬৬ লাখ ৭১ হাজার ৭৮১ টাকা। বন্ড, ঋণপত্র ও শেয়ার ১ লাখ ২৫ হাজার টাকা।  এছাড়াও ৫০ লাখ টাকার সঞ্চয়পত্র, ৪ লাখ ৪২ হাজার ৮৬৪ টাকার প্রভিডেন্ট ফান্ড, ১৭ লাখ ৯৪ হাজার টাকার লাইফ ইন্সুরেন্সও আছে তানিয়ার।তানিয়ার গাড়ি আছে ১ কোটি ৮৫ লাখ ১৩ হাজার টাকার। এছাড়া ৪০ ভরি স্বর্ণ, একটি রোলেক্স ঘড়ি, ১৫ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী ও ২৫ লাখ টাকার আসবাবপত্র ও আছে তার নামে। এছাড়া তানিয়ার ৪ কোটি ৮ লাখ ২০ হাজার ৮১ টাকার অস্থাবর সম্পদও রয়েছে। তানিয়ার স্থাবর সম্পদের মধ্যে রয়েছে, গাজীপুরের কালিগঞ্জে ৯৩ শতাংশ জমি। যেটির অর্ধেক মালিক তিনি যার মূল্য ৫৬ লাখ টাকা। এছাড়া যশোরের কোতোয়ালি এলাকায় তানিয়া মায়ের কাছ থেকে উত্তরাধিকার পেয়েছেন ১৬ দশমিক ৫২ শতাংশ জমির অর্ধেক মালিকানা।  এছাড়াও রাজউকে তানিয়ার ৬৭ লাখ ৮৪ হাজার ১৪২ টাকার ও বনানীর ডিওএইচএসে ২ কোটি ৯০ লাখ টাকার অ্যাপার্টমেন্ট রয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন হলফনামা | বিশ্লেষণ | ফেরদৌস | ও | স্ত্রীর | যত | সম্পদ