বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়েছে ইরান।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত ইরানের দূতাবাস এক শোকবার্তায় জানায়, বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেত্রী হিসেবে বিশেষ অবস্থান তৈরি করেছিলেন। গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও দেশের রাজনৈতিক জীবনে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।
শোকবার্তায় বলা হয়, খালেদা জিয়ার প্রধানমন্ত্রিত্বের সময় বাংলাদেশ ও ইসলামিক প্রজাতন্ত্র ইরানের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ এবং গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্ক বজায় ছিল।
ইরান সরকার খালেদা জিয়ার পরিবার-পরিজন, বিশেষ করে তাঁর পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর সমবেদনা জানায়। একই সঙ্গে তাঁর সহকর্মী ও সমর্থকদের প্রতিও সমবেদনা প্রকাশ করা হয়। শোকবার্তায় তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করা হয়।
উল্লেখ্য, গেল ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও ফুসফুসের সংক্রমণ নিয়ে তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়। কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থ্রাইটিসসহ একাধিক জটিলতায় ভুগছিলেন তিনি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন ছিল বলে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন।
সব চিকিৎসা প্রচেষ্টা ব্যর্থ করে অবশেষে আজ না ফেরার দেশে চলে গেলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এমএ//