ক্যাম্পাস

স্থগিত হওয়া জকসু নির্বাচনের তারিখ ঘোষণা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে স্থগিত হওয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচন আগামী ৬ জানুয়ারি (মঙ্গলবার) অনুষ্ঠিত হবে

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন,  আজ অনুষ্ঠিত জকসু নির্বাচন পিছিয়ে আগামী ৬ জানুয়ারি করা হয়েছে। বিভিন্ন পরিস্থিতির কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছেকিছুক্ষণের মধ্যেই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে

এর আগে, সকালে নির্বাচন শুরুর আগ মুহূর্তে খালেদা জিয়ার মৃত্যুতে জরুরি সিন্ডিকেট সভার আয়োজন করে নির্বাচন স্থগিত করা হয়। পরে নির্বাচনের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে ভিসিকে অবরুদ্ধ করে তারা।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #জকসু