জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বিকাল সাড়ে ৩টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ক্যাম্পাস ছাড়ার নির্দেশ দেয়া।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ৯ টায় ভোত গ্রহণ শুরু হয়।
নির্বাচন কমিশনার ড. জুলফিকার মাহমুদ জানান, বিশ্ববিদ্যালয়ের ৩৯টি কেন্দ্রের ১৭৮টি বুথে শিক্ষার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। বিকেল ৩টা পর্যন্ত ৬০ শতাংশের বেশি ভোট পড়েছে। তবে সবগুলো কেন্দ্রের ফলাফল সমন্বয় করার পর চূড়ান্ত শতাংশ এবং বিস্তারিত তথ্য জানানো সম্ভব হবে।
এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রইচ উদ্দিন জকসু নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কেউ জিতবে, কেউ হারবে, এটাই গণতন্ত্রের স্বাভাবিক প্রক্রিয়া। তবে ভোটগ্রহণের সঙ্গে যারা যুক্ত, তারা যেন কেউ কোনো পক্ষ না নেন।
তিনি বলেন, ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় জটলা লক্ষ্য করা যাচ্ছে। এসব জটলা থেকে যেন কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।
এছাড়া জকসু নির্বাচনে নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে বলে অভিযোগ করেছেন ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ প্যানেলের ভিপি প্রার্থী কিশোর সাম্য।
তিনি বলেন, “নির্বাচন কমিশন এই নির্বাচনে চরম পক্ষপাতমূলক আচরণ করেছে। প্রশাসনের শিক্ষকদের একটি অংশ ছাত্রদল ও অন্য একটি অংশ শিবিরের প্যানেলের পক্ষে সরাসরি কাজ করেছেন। যা বিশ্ববিদ্যালয়ের অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে।”
বর্তমানে ভোট গণনার প্রস্তুতি চলছে।
আই/এ