আর্কাইভ থেকে তথ্য-প্রযুক্তি

স্যামসাং ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কতা জারী

স্যামসাং ব্যবহারকারীদের জন্য বিশেষ সতর্কতা জারী
স্যামসাং ব্যবহারকারীদের ফোন হ্যাক করে তথ্য হাতিয়ে নেয়া হচ্ছে। স্যামসাংয়ের বেশ কয়েকটি ফোনের নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি রয়ে গিয়েছে। স্যামসাংয়ের অ্যান্ড্রয়েড ১১,১২,১৩ এবং ১৪- এই ফোনগুলোর নিরাপত্তার ক্ষেত্রেই গলদ দেখা গিয়েছে। গেলো বুধবার (১৩ ডিসেম্বর) ব্যবহারকারীদের জন্য এই বিশেষ সতর্কতা জারী করে ভারতের কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম। হ্যাকারদের কবলে পড়লে কি কি সমস্যা হতে পারে সেটিও জানিয়েছে সংস্থাটি, সিম পিন চুরি করা,ফোনের মধ্যে থাকা সমস্ত তথ্যে নজরদারি চালানো-সমস্ত কিছুই রয়েছে সেখানে। এমনকি,হ্যাক করে ব্যবহারকারীর ফোনটি নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারে হ্যাকাররা। সমস্যা থেকে সমাধানের পথও জানিয়েছে তারা, অবিলম্বে নির্দিষ্ট মডেলের  স্যামসাং ফোন ব্যবহারকারীদের  সিস্টেম আপডেট করতে হবে । তা না করলে নিরাপত্তার ফাঁক গলে হ্যাকারের কবলে পড়তে পারে ফোনটি। ইতোমধ্যে স্যামসাংয়ের তরফে বেশ কিছু ‘ফিক্স’ আনা হয়েছে, সেগুলোই আপডেট করে নেয়ার মাধ্যমে ফোন ব্যবহার করতে পারেন  স্যামসাং ব্যবহারকারীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন স্যামসাং | ব্যবহারকারীদের | জন্য | বিশেষ | সতর্কতা | জারী