আর্কাইভ থেকে বাংলাদেশ

ডেনমার্কের রাজকুমারী কক্সবাজারে

ডেনমার্কের রাজকুমারী কক্সবাজারে

তিন দিনের সফরে কক্সবাজারে পৌঁছেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন। সোমবার (২৫ এপ্রিল) বিকাল সাড়ে ৪টায় একটি ফ্লাইটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।মঙ্গলবার উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে তার। ক্যাম্পে গিয়ে মিয়ানমার থেকে বিতাড়িত হয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের দুঃখ-দুর্দশার কথা শুনবেন।

সে সময় কক্সবাজারে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ এবং পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। এ সময় পদস্থ সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আগামী ২৭ এপ্রিল বুধবার ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করবেন তিনি। 

সেখান থেকে সুন্দরবন ভ্রমণে যাওয়ার ইচ্ছাও রয়েছে ডেনমার্কের রাজকুমারীর। জলবায়ুর পরিবর্তন সেখানে কী ধরনের সংকট তৈরি করেছে এবং  সেই সাথে সেখানকার বাসিন্দাদের জীবনযাত্রাকে কতটা প্রভাবিত করেছে  সেটিও দেখতে চান ।

 

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন ডেনমার্কের | রাজকুমারী | কক্সবাজারে