দেশজুড়ে

আরাকান আর্মির জন্য সরঞ্জাম পাচারকালে ৩ জন গ্রেপ্তার

কক্সবাজারের রামুতে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে পাচারের  ১৬শ অস্ত্রের ম্যাগাজিন রাখার ব্যাগসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সীমান্তগামী একটি মিনিট্রাক তল্লাশি চালিয়ে এসব সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মো. শাহজাহান (২৫),মো. ইলিয়াছ (১৯) এবং আতিকুর রহমান (২৫)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া।

তিনি জানান, বুধবার মধ্যরাতে রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চাবাগান এলাকা দিয়ে যানবাহনে করে মায়ানমারের একটি সশস্ত্র গোষ্ঠীর কাছে আগ্নেয়াস্ত্রের সরঞ্জাম পাচারের তথ্য পায় পুলিশ। পরে চাবাগান এলাকায় আল মদিনা নামের একটি খাবার রেস্তোরাঁর সামনে রামুনাইক্ষ্যংছড়ি সড়কে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করা হয়।

একপর্যায়ে চট্টগ্রাম দিক থেকে আসা নাইক্ষ্যংছড়িগামী একটি মিনিট্রাক থামানোর সংকেত দিলে গাড়িতে থাকা তিনজন সন্দেহভাজন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ ধাওয়া দিয়ে তাঁদের গ্রেপ্তার করে।

পরে মিনিট্রাকটি তল্লাশি চালিয়ে প্লাস্টিকের সাদা চটের ৩২টি ছোট বস্তা উদ্ধার করা হয়। বস্তাগুলো খুলে ভারী আগ্নেয়াস্ত্রের ম্যাগজিন রাখার ১৬শপ্রসেস বা ব্যাগ পাওয়া যায়।

ওসি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, উদ্ধার করা ম্যাগজিন রাখার প্রসেসগুলো নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে রামু থানায় মামলা দায়ের করা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার