দেশজুড়ে

আলোচিত শাহীন ডাকাতের প্রধান সহযোগী নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন শফিউল আলম প্রকাশ ওরফে লেদা পুতু। তিনি বহুল আলোচিত ডাকাত শাহীন বাহিনীর প্রধান সহযোগী হিসেবে পরিচিত ছিলেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা বেলতলী এলাকায় এ ঘটনা ঘটে। রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইঁয়া বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শফিউল আলম ওই এলাকার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে।

পুলিশ জানায়, গভীর রাতে গর্জনিয়া এলাকায় গোলাগুলির খবর পেয়ে একটি টহল দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়। পুলিশের উপস্থিতির আগেই দুর্বৃত্তরা শফিউল আলমকে গুলি করে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।

স্থানীয়রা জানায়, শফিউল আলম দীর্ঘদিন ধরে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকায় অবৈধ চোরাচালান ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। ডাকাত শাহীন যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার হওয়ার পর তার নিয়ন্ত্রিত অবৈধ নেটওয়ার্কের দায়িত্ব মূলত শফিউল আলমই সামলাচ্ছিলেন।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন #কক্সবাজার