আর্কাইভ থেকে দেশজুড়ে

নির্বাচন নিয়ে বাইরের দেশের কোনো চাপ নেই : ইসি আলমগীর

নির্বাচন নিয়ে বাইরের দেশের কোনো চাপ নেই : ইসি আলমগীর
নির্বাচন নিয়ে বাইরের দেশের কোনো চাপ নেই। তারা শুধু আমাদের কাছে জানতে চায়- সুষ্ঠু নির্বাচনের জন্য কী কী কাজ করছি। নির্বাচনে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। বললেন নির্বাচন কমিশনের (ইসি) কমিশনার মোঃ আলমগীর। রোববার (১৭ ডিসেম্বর) সকালে গাজীপুর জেলা প্রশাসক  সম্মেলন কক্ষে এক  সভায় তিনি এসব কথা বলেন। ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, অত্যন্ত শান্তি ও সুশৃঙ্খলভাবে ভোট হবে এবং প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। ভোটারদের সার্বিক নিরাপত্তারও আশ্বাস দেন তিনি। ইসি কমিশনার আরও বলেন, রাজনৈতিক সভা-সমাবেশ বন্ধ করা নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে। ভোটারদের বা নির্বাচন প্রক্রিয়াকে বাঁধাগ্রস্ত করবে এমন রাজনৈতিক কার্যক্রমকে আমরা আইন অনুযায়ী নিষেধ করেছি। কিন্তু প্রশাসনের অনুমতিসাপেক্ষে তারা গণতান্ত্রিক অধিকার অনুযায়ী সভা-সমাবেশ করতে পারবে। উল্লেখ্য, জাতীয় নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ১৮ ডিসেম্বর থেকে নির্বাচনী প্রচারণা শুরু হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচন | নিয়ে | বাইরের | দেশের | কোনো | চাপ | নেই | | ইসি | আলমগীর