আর্কাইভ থেকে বাংলাদেশ

দুর্নীতির দায়ে অং সান সুচির ৫ বছরের কারাদণ্ড

দুর্নীতির দায়ে অং সান সুচির ৫ বছরের কারাদণ্ড

ক্ষমতাচ্যুত ও কারাবন্দি নেত্রী অং সান সুচিকে ১১টি দুর্নীতির মামলার মধ্যে প্রথমটিতে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে সামরিক শাসিত মিয়ানমার আদালত।

আজ বুধবার (২৭ এপ্রিল) সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স থেকে এ তথ্য নিশ্চিত জানা যায়।

৭৬ বছর বয়সী নোবেল বিজয়ীর বিরুদ্ধে ভোটার জালিয়াতিসহ ফৌজদারি অপরাধের অভিযোগ আনা হয়েছে। একটি জান্তা আদালত তাকে মিয়ানমারের বৃহত্তম শহর ও অঞ্চল ইয়াঙ্গুনের প্রাক্তন প্রধানের কাছ থেকে নগদ এবং সোনার বার ঘুষ নেয়ার অপরাধে দোষী করা হয়।

ওই সময় রাজধানী নে পাই তাও-তে জনসাধারণ এবং মিডিয়ার জন্য বন্ধ করে দেয়া হয় এবং  সু চির আইনজীবীদের সাংবাদিকদের সাথে কথা বলতে নিষেধ করা হয়।

শান্তিতে নোবেলজয়ী মিয়ানমারের নেত্রী সু চির বিরুদ্ধে দুর্নীতির ১১টি অভিযোগ এনেছে দেশটির সামরিক জান্তা।

এসব মামলার মধ্যে প্রথমটির সাজার রায় এলো আজ। আরও ১০টি মামলা এখনও বিচারাধীন আছে।

নোবেল বিজয়ী এই নেত্রীর বিরুদ্ধে কমপক্ষে ১৮টি অপরাধের অভিযোগ আনা হয়েছে, যা দোষী প্রমাণিত হলে প্রায় ১৯০ বছরের সম্মিলিত সর্বোচ্চ কারাদণ্ড হেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন দুর্নীতির | দায়ে | অং | সান | সুচির | ৫ | বছরের | কারাদণ্ড