আর্কাইভ থেকে বাংলাদেশ

র‍্যাবের সাথে গোলাগুলি, আটক ৪ রোহিঙ্গা

র‍্যাবের সাথে গোলাগুলি, আটক ৪ রোহিঙ্গা
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) চার সদস্যকে আটক করেছে র‌্যাব। গোপণ তথ্যের ভিত্তিতে এদের আটক করতে গেলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আরসা সদস্যরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে  অস্ত্র ও বিস্ফোরক সহ ৪ জনকে আটক করা হয়। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) র‍্যাব-১৫ কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক লে কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান,নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ক্যাম্পের একটি ঘরে গোপন বৈঠক করছিল আরসার সদস্যরা। এমন তথ্য পেয়ে র‍্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আরসা সদস্যরা র‍্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও আত্মরক্ষায় পাল্টা গুলি চালায়। ঘন্টাব্যাপী চলা গোলাগুলির পর আরসার চার সদস্য পালিয়ে যায়। বাকি চার সদস্যকে ওই ঘর থেকে আটক করে র‍্যাব। উল্লেখ্য, এসময়ে আটকদের কাছ থেকে ৫টি অস্ত্র,কার্তুজসহ বোমা সদৃশ বস্তু  উদ্ধার করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন র‍্যাবের | সাথে | গোলাগুলি | আটক | ৪ | রোহিঙ্গা