আর্কাইভ থেকে জাতীয়

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা নয় : রাশিয়া

বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতা নয় : রাশিয়া
বাংলাদেশ নিয়ে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছে না রাশিয়া। পশ্চিমারা কী করছে বা কী করতে পারে মস্কো কেবল তা তুলে ধরছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ঢাকার রাশিয়া দূতাবাসে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি একথা বলেন। গেলো ১৫ ডিসেম্বর বাংলাদেশে ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে ‘আরব বসন্তের’ মতো করে বাংলাদেশকে আরও অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এমন বক্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন রাশিয়ার রাষ্ট্রদূত। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের পরে চট্টগ্রাম সমুদ্রবন্দরে মাইন অপারেশনে সহায়তাকারী তৎকালীন সোভিয়েত ইউনিয়নের নৌবাহিনী সাবেক দুই সদস্য ভিটালি গুবেনকো ও আলেক্সান্ডার জালুটস্কি বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশে এসে স্মৃতিচারণ করে বলেন, তখন কাজটি খুব কঠিন ছিল। দুই বছর অক্লান্ত চেষ্টার মাইন অপসারণ করা হয়। পরে বন্দর দিয়ে জাহাজ চলাচলও শুরু হয়। তখন স্থানীয় জনগণ খুবই বন্ধুত্বপূর্ণ ছিলেন। তাদের কথা আমার স্মরণে আছে। উল্লেখ্য,  ৫০ বছর পর এসে নতুন এক বাংলাদেশ ও এখানকার অবকাঠামোগত অনেক উন্নয়ন দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন সাবেক দুই রুশ সেনা।

এ সম্পর্কিত আরও পড়ুন বাংলাদেশ | নিয়ে | যুক্তরাষ্ট্রের | সঙ্গে | প্রতিযোগিতা | | রাশিয়া