আর্কাইভ থেকে জাতীয়

নির্বাচনী প্রচারণায় বাধা দিলে আইনানুগ ব্যবস্থা : ইসি আনিসুর

নির্বাচনী প্রচারণায় বাধা দিলে আইনানুগ ব্যবস্থা : ইসি আনিসুর
নির্বাচনী প্রচার-প্রচারণায় কেউ বাধা দিলে আইনানুগ ব্যবস্থা নেবেন রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, সহকারী রিটার্নিং অফিসাররা। নির্বাচন কমিশনের (ইসি) মিশন একটাই-  অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য একটা নির্বাচন করতে চাই। এর জন্য যা যা করার দরকার সবই করব। বললেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিছুর রহমান। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর জেলার পাঁচটি আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। ইসি আনিসুর বলেন, এখন পর্যন্ত সারা দেশে পরিবেশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে, ভালো আছে। এটা আরও ১৯ দিন ধরে রাখতে চাই। নির্বাচনে ভোটের পরিবেশ সুষ্ঠু রাখার দায়িত্ব আমাদের। কিন্তু ভোটকেন্দ্রে ভোটার আনার দায়িত্ব প্রার্থীদের বা তাদের নেতা-কর্মীদের। তিনি আরও বলেন, আচরণবিধি অনুযায়ী কোনো প্রার্থী কোথায় প্রচার-প্রচারণা করতে চান তা ২৪ ঘণ্টা আগে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানাতে হবে। কারণ,একই স্থানে যদি দুজন প্রচার করতে চান তাহলে স্বাভাবিকভাবেই পরিবেশ উত্তপ্ত হবে। এ জন্যই ওসিকে বিষয়টি জানানোর জন্য বলা হয়েছে। উল্লেখ্য, প্রতীক বরাদ্দের পরে গেলো ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।

এ সম্পর্কিত আরও পড়ুন নির্বাচনী | প্রচারণায় | বাধা | দিলে | আইনানুগ | ব্যবস্থা | | ইসি | আনিসুর