আর্কাইভ থেকে ফুটবল

কোপা আমেরিকা খেলা হচ্ছে না নেইমারের

কোপা আমেরিকা খেলা হচ্ছে না নেইমারের
গেল ১৭ অক্টোবর ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোটে পড়েন নেইমার জুনিয়র। সেই চোট তাঁকে এমন কঠিন অবস্থায় ফেলেছে যে আগামী বছর কোপা আমেরিকাতে খেলা হচ্ছে না তার। মঙ্গলবার ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, আগামী কোপায় খেলতে খেলা হচ্ছে না নেইমারের। উরুগুয়ের বিপক্ষে ওই ম্যাচে চোটের পর জানা যায়, বাঁ হাঁটুর অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে নেইমারের। সেটা ঠিক করাতে গত ২ নভেম্বর ব্রাজিলের বেলো হরিজন্তেতে অস্ত্রোপচার করান আল হিলাল তারকা। এর পর থেকে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছেন নেইমার।  

এ সম্পর্কিত আরও পড়ুন কোপা | আমেরিকা | খেলা | হচ্ছে | নেইমারের