আর্কাইভ থেকে জনদুর্ভোগ

যাত্রী সংকট বাতিল হচ্ছে বাসের শিডিউল

যাত্রী সংকট বাতিল হচ্ছে বাসের শিডিউল

ঈদের বাকি আর মাত্র তিন-চার দিন। ঈদের সরকারি ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার। এসময়ে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে নাড়ির টানে বাড়ি ফিরছেন ঢাকাবাসী। প্রতিবছর ঈদ ঘিরে দেশের প্রতিটি যাতায়াত মাধ্যমে থাকে উপচেপড়া ভিড়।

আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে রাজধানীর গাবতলী বাসস্ট্যান্ডে গিয়ে দেখা গেছে সেখানে যাত্রীচাপ নেই। কাউন্টারগুলোও প্রায় ফাঁকা। যাত্রী সংকটে কিছু কিছু দূরপাল্লার বাসের শিডিউল বাতিল করা হচ্ছে।

পরিবহন সংশ্লিষ্টরা বলেন, গত কয়েকদিন যাত্রীচাপ তেমন ছিল না। তবে আজ বিকেলের পর থেকে টিকিট কাউন্টারে ঈদযাত্রীদের চাপ বাড়বে বলে আশা তাদের।

এদিকে সকালে বাসস্ট্যান্ডে এমন অনেককেই দেখা গেছে, যারা শুক্র ও শনিবারের ঈদযাত্রার টিকিট সংগ্রহ করতে এসেছেন। তবে বেশিরভাগ পরিবহনের তিনদিনের অগ্রিম টিকিট বিক্রি হয়ে গেছে।

গেলো বুধবার থেকে ট্রেনে ঈদযাত্রা শুরু হয়েছে। প্রথম দিনের মতো দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। এরইমধ্যে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের চাপ বাড়ছে সদরঘাট লঞ্চ টার্মিনালেও।

মেঘ হাসান

এ সম্পর্কিত আরও পড়ুন যাত্রী | সংকট | বাতিল | হচ্ছে | বাসের | শিডিউল