আর্কাইভ থেকে দেশজুড়ে

উত্তরবঙ্গের দুটি ট্রেন বন্ধ ঘোষণা

উত্তরবঙ্গের দুটি ট্রেন বন্ধ ঘোষণা
নাশকতা এড়াতে রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহনপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ। নিরাপত্তার পাশাপাশি তেমন রাজস্ব আদায় না হওয়ায় এই সিদ্ধান্ত। গেলো বৃহস্পতিবার (২১ ডিসেম্বর)  সহকারী চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট মো. আব্দুল আওয়াল স্বাক্ষরিত এক চিঠিতে ট্রেনটির চলাচল বন্ধ ঘোষণা করা হয়। চিঠিতে বলা হয়, হরতাল-অবরোধে নাশকতা এড়ানোর জন্য পার্বতীপুর-রাজশাহী-পার্বতীপুর রুটে চলাচল করা উত্তরা এক্সপ্রেসটির চলাচল ২২ ডিসেম্বর (শুক্রবার) থেকে সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশক্রমে অনুরোধ করা হলো। পশ্চিম অঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে বলেন, মূলত ট্রেনটি অনেক রাতে যাত্রা করায় এবং নিরাপত্তা দিতে না পারায় আপাতত বন্ধ রাখা হয়েছে।  ট্রেন যাত্রা নিরাপদ  করতে যা যা করার দরকার আমরা নিজেরা মিটিং করে সেটি করছি। তিনি আরও বলেন, ট্রেনটি এখন পাইলটিং করার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এটি আগে যাবে পরে মূল ট্রেন যাবে। তবে ইঞ্জিন ও জনবলগুলো আন্তঃনগর ট্রেনে ব্যবহার করা হবে। উল্লেখ্য , কেবল  উত্তরা নয় নিরাপত্তা ও রাজস্ব আদায় বিবেচনায় আরও কয়েকটি ট্রেনের ক্ষেত্রে এ ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত আরও পড়ুন উত্তরবঙ্গের | ট্রেন | বন্ধ | ঘোষণা