আর্কাইভ থেকে আন্তর্জাতিক

রেলে আগুনের ঘটনায় জড়িতদের বিচার দাবি জাতিসংঘের

রেলে আগুনের ঘটনায় জড়িতদের বিচার দাবি জাতিসংঘের
ভয়াবহ ওই ঘটনায় নিহতদের প্রতি আমরা সমবেদনা জানাই। আমি মনে করি, বাংলাদেশের কর্তৃপক্ষের দায়িত্ব এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা এবং ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা। গেলো ১৯ ডিসেম্বর, ট্রেন আগুনের ঘটনায় শিশু সহ চারজন নিহতের ঘটনায় বাংলাদেশি এক সাংবাদিকের করা প্রশ্নের প্রেক্ষিতে বললেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। গেলো বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের আসন্ন নির্বাচনে সরকারের অনঢ় অবস্থান এবং বিরোধী দলের উপর দমন পীড়নের বিষয়ে জাতিসংঘ মহাসচিব ব্যক্তিগত কোনো উদ্যোগ গ্রহণ করবেন কি না—এমন প্রশ্নের জবাবে  মুখপাত্র ডুজারিক বলেন, আমি আগেও আপনার এসব প্রশ্নের উত্তর দিয়েছি। আমরা সেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাই, যেখানে মানুষ কোনো ভয়ভীতি ছাড়া স্বাধীনভাবে ভোট দিতে পারবে। অবশ্যই নির্বাচনের পর হয়ত আমরা কিছু বলব, তবে এখন আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশে ভীতিমুক্ত পরিবেশে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় জাতিসংঘ। এটি না হলে নির্বাচনের পর জাতিসংঘের অবস্থান পরিবর্তন হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্থোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। উল্লেখ্য, বাংলাদেশে অবাধ-সুষ্ঠু নির্বাচন আয়োজনের পক্ষে বলে আসা বিশ্ব সংস্থা জাতিসংঘ আগের অবস্থানই ব্যক্ত করেছে। তবে নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক না হলে নির্বাচনের পরে তাদের অবস্থান পরিবর্তিত হতে পারে বলে ইংগিত দিয়েছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন রেলে | আগুনের | ঘটনায় | জড়িতদের | বিচার | দাবি | জাতিসংঘের