আর্কাইভ থেকে করোনা ভাইরাস

২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ৩৬৮৭ জন

২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ৩৬৮৭ জন

ভারতে প্রতিদিন বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।

গেলো ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৬৮৭ জন। এর আগের দিন ছিল ৩ হাজার ১৩৩ জন। ২৪ ঘণ্টায় মারা গেছে ৬০ জন। গেলো ২৪ ঘণ্টায় সুস্থ্ হয়েছে ২হাজার ৪৯৬ জন।

আজ শুক্রবার (২৯ এপ্রিল, ২০২২) পর্যন্ত পরিসংখ্যানে দেখা যায় ভারতে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ কোটি ৭২ হাজার ৪৮৬ জন। মারা গেছেন ৫ লাখ ২৩ হাজার ৭৫৩ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৪ কোটি ২৫ লাখ ৩০ হাজার ৬২২জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ভারতে যে ৬০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে তার মধ্যে ৪২ জনই দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের বাসিন্দা। এছাড়া কেরালায় ১৪ জনের মৃত্যু হয়েছে। দিল্লি ও মহারাষ্ট্রেও গত একদিনে দুইজনের মৃত্যু হয়েছে।

রাজ্যভিত্তিক সংক্রমণের দিক দিয়ে ভারতে সবচেয়ে বেশি আক্রান্তের খোঁজ মিলছে দিল্লি থেকেই। বর্তমানে রাজ্যটির সক্রিয় রোগীর সংখ্যা ৫ হাজার ২৫০ জন। দিল্লিতে সংক্রমণের হার ৪ দশমিক ৬২ শতাংশ।

মেঘ হাসান

এ সম্পর্কিত আরও পড়ুন ২৪ | ঘণ্টায় | ভারতে | করোনায় | আক্রান্ত | ৩৬৮৭ | জন