আর্কাইভ থেকে দুর্ঘটনা

সকালে সড়কে বাস-ট্রলির সংঘর্ষ, নিহত ২

সকালে সড়কে বাস-ট্রলির সংঘর্ষ, নিহত ২
ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরের মুন্ডপাশা এলাকায় সাকুরা পরিবহন ও ইট বহনকারী ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় কমপক্ষে আরও ১০ জন আহত হয়েছেন। রোববার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ৭টায় ঢাকা-বরিশাল মহাসড়কের মুন্ডপাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ট্রলি গাড়ির চালক বামরাইল ইউনিয়নের বরতা গ্রামের আয়নাল হাওলাদারের ছেলে সোহরাব হাওলাদার ও হেলপার ইউসুফ হাওলাদারের ছেলে রুবেল হাওলাদার। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া সাকুরা পরিবহন ১০ জন যাত্রী নিয়ে উজিরপুরের মুন্ডপাশা এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা ইটবোঝাই ট্রলি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রলিটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে সড়কে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই চালক ও হেলপার নিহত হয়। আর সাকুরা পরিবহনটি সামনের দিকে দুমড়ে মুচড়ে সড়কের পাশে বড় রেনটি গাছের ভেতর ডুকে যায়। এ সময় সাকুরা পরিবহনের চালক পালিয়ে যায়। তবে বাসের সুপারভাইজার ও হেলপারসহ আহত ১০ যাত্রীকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। উজিরপুর থানা পুলিশ ফয়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় হতাহতদের উদ্ধার করে ঢাকা-বরিশাল মহাসড়কের যান চালচল স্বাভাবিক করে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর উদ্দিন জানান, নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঘনকুয়শা ও বেপরোয়া গাড়ি চালানোর কারণে এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোনো অভিযোগ পেলে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন সকালে | সড়কে | বাসট্রলির | সংঘর্ষ | নিহত | ২