আর্কাইভ থেকে বাংলাদেশ

বিশ্বের ‘দীর্ঘতম’ কাঁচের সেতু

বিশ্বের ‘দীর্ঘতম’ কাঁচের সেতু

নতুন আকর্ষণ হিসেবে পর্যটকদের জন্য পৃথিবীর দীর্ঘতম কাঁচের সেতু চালু করেছে ভিয়েতনাম। উত্তর-পশ্চিম ভিয়েতনামের সন লা প্রদেশে একটি ঘন জঙ্গলের ১৫০ মিটার উপরে সেতুটি বসানো হয়েছে।

সেতুটির নাম ‘দ্য ব্যাচ লং’। সেতুটি দুটি পাহাড়কে সংযুক্ত করেছে। এটি ৬৩২ মিটার  দীর্ঘ। সেতুর মেঝেতে  ব্যবহার করা হয়েছে ফ্রান্সের তৈরি টেমপারড গ্লাস। সেতুটিতে একসাথে ৪৫০ জন দর্শনার্থী দাঁড়াতে পারবে।

এই সেতু থেকে দাঁড়িয়ে আশপাশের সবুজ দৃশ্য উপভোগ করা যায়। নির্মাণের দায়িত্বে থাকা কোম্পানিটি দাবি করছে ব্যাচ লং এখন বিশ্বের দীর্ঘতম কাঁচের মেঝেযুক্ত সেতু। এর আগে দীর্ঘতম ছিলো চীনের গুয়াংডংয়ের সেতুটি যা ৫২৬ মিটার দীর্ঘ।

আগামী মাসে এ দাবির সত্যতা যাচাই করে দেখবে গিনেস কর্তৃপক্ষ।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন বিশ্বের | দীর্ঘতম | কাঁচের | সেতু