আইন-বিচার

সেতু ভবনে হামলা মামলায় দুই শিক্ষার্থী রিমান্ডে

সেতু ভবনে হামলা মামলায় দুই শিক্ষার্থী রিমান্ডে
কোটা সংস্কার আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানায় দায়েরকৃত মামলায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রিমান্ডে নেয়া দুই শিক্ষার্থী হলেন, ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাওহীদ ইবনুল বদর সাফওয়ান ও তিতুমীর কলেজের ৩য় বর্ষের শিক্ষার্থী নাজমুস সাকিব। মঙ্গলবার (৩০ জুলাই) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এ আদেশ দেন। মামলা সূত্রে জানা যায়, গেলো ১৮ জুলাই অজ্ঞাতনামা ২৫০ থেকে ৩০০ জন আসামি কোটা সংস্কার আন্দোলনের নামে অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে সেতু ভবনের অফিসের সামনে এসে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এক পর্যায়ে আসামিরা সেতু ভবনে প্রবেশ করে পার্কিংয়ে থাকা গাড়ি, মুজিব কর্নার, সিসি ক্যামেরা ভাঙচুরসহ অগ্নিসংযোগ ঘটায়। এক পর্যায়ে সেতু ভবনের সিনিয়র সচিব ও অন্য কর্মকর্তা-কর্মচারীদের  দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল দিয়ে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে গুরুতর জখম করে এবং পুরো ভবনে লুটপাট চালায়। উল্লেখ্য, এ ঘটনায় সেতু ভবনের কেয়ারটেকার রবিউল ইসলাম বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেন। আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন সেতু | ভবনে | হামলা | মামলায় | দুই | শিক্ষার্থী | রিমান্ডে