আর্কাইভ থেকে জাতীয়

এদেশে ধর্মনিরপেক্ষতা থাকবে কিন্তু ধর্মহীনতা নয়: প্রধানমন্ত্রী

এদেশে ধর্মনিরপেক্ষতা থাকবে কিন্তু ধর্মহীনতা নয়: প্রধানমন্ত্রী
মানুষের কাছে যেতে হবে তাদের কল্যাণের জন্য। মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে–এটা বাংলার মাটিতে চলবে না। এমন ঘটনার হুকুমদাতাদেরও ধিক্কার জানাই। এমন অন্যায় কোনো ধর্মই গ্রহণ করে না। বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে গণভবনে বড়দিন উপলক্ষে খ্রিষ্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, মানবধর্মই সবচেয়ে বড় ধর্ম। এ দেশের মাটি সব ধর্মের মানুষের। এখানে ধর্মনিরপেক্ষতা থাকবে কিন্তু ধর্মহীনতা নয়। সরকারপ্রধান বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে ধর্ম যেন ব্যবহার না হয়; ধর্মীয় সংঘাত আমরা চাই না। সবাই উৎসবে মেতে উঠেছি, সুখ-দুঃখ ভাগাভাগি করে নিচ্ছি–এটাই চাওয়া আমাদের।’ শেখ হাসিনা বলেন, আমরা দেশের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। সারাদেশে ভূমিহীন-গৃহহীনদের ঘর করে দিচ্ছি। বাংলাদেশে একটি মানুষও ভূমিহীন-গৃহহীন থাকবে না। ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে সবার জন্য এটা প্রযোজ্য। তিনি আরও বলেন, বলেন, মানুষের কাছে যেতে হবে মানুষের কল্যাণের কথা বলে, উন্নয়নের কথা বলে। কিন্তু মানুষ পুড়িয়ে নির্বাচন বন্ধ করে ফায়দা লুটবে, এটা বাংলার মাটিতে চলবে না। আমি ধিক্কার জানাই যারা এ ধরনের কর্মকাণ্ডের হুকুমদাতা এবং যারা এ ধরনের কাণ্ড ঘটায় তাদের। এভাবে জীবন্ত মানুষ পোড়ানো মহাপাপ-অন্যায়। এই অন্যায় কখনও মেনে নেওয়া যায় না। কোনো ধর্মগুরুই এটা মেনে নেননি।  

এ সম্পর্কিত আরও পড়ুন এদেশে | ধর্মনিরপেক্ষতা | থাকবে | ধর্মহীনতা | প্রধানমন্ত্রী