খেলাধুলা

ভারত সিরিজে ধারাভাষ্য কক্ষে থাকবেন তামিম

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

ভারত সিরিজে বাংলাদেশের পক্ষ থেকে দেখা যাবে তামিম ইকবালকে। খেলোয়াড় হিসেবে অবশ্য নয়, ধারাভাষ্যকার হিসেবে। যখন ধারাভাষ্য কক্ষ থেকে খেলা নিয়ে কথা বলবেন, তখন তামিমের কণ্ঠে বাংলাদেশ প্রসঙ্গ শোনা যাবে।

ধারাভাষ্যকার হিসেবে অবশ্য তামিমের অভিষেক হয়ে গেছে আরও আগেই। নিয়মিত এই কাজটি তিনি এখনো করছেন না। তবে সময়-সুযোগ মিললেই চেষ্টা করেন ধারাভাষ্য কক্ষে গিয়ে বাংলাদেশের পক্ষে কিছু কথা বলার।

ভারত সিরিজে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। পুরো সিরিজজুড়েই তামিমকে দেখার আশা করা হচ্ছে।

২০২২ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বপ্রথম ধারাভাষ্য দেন তামিম। আন্তর্জাতিক অঙ্গনে আসেন গত বছর ডিসেম্বরে। বাংলাদেশ-নিউজিল্যান্ড টেস্ট সিরিজে ধারাভাষ্যকার হিসেবে নিজেকে আরও পরিচয় করিয়ে দেন।

তামিম ছাড়াও বাংলাদেশের হয়ে নিয়মিত ধারাভাষ্যকার আতহার আলী খানকে দেখা যাবে। ভারতের পক্ষে ধারাভাষ্যকার হিসেবে থাকবেন হার্শা ভোগলে, দীপ দাশগুপ্ত ও মুরালি কার্তিক।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চেন্নাইতে প্রথম টেস্ট দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত সিরিজ।

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন তামিম ইকবাল